সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৭১ বারে ১৪ লাখ ৩২ হাজার ৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ২৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১৫ বারে ২৩৪ টি শেয়ার লেনদেন করেছে।
তালিকার ৩য় স্থানে থাকা এএফসি এগ্রোর দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ৮৯৬ বারে ১৪ লাখ ৮১ হাজার ৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-গোল্ডেন সনের ৮.২০ শতাংশ, লাভেলোর ৭.৬৫ শতাংশ, পেনিনসুলার ৭.২৮ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৭.১৬ শতাংশ, লাফার্জহোলসিমের ৬.৮৬ শতাংশ, প্রাইমটেক্সের ৫.৪৬ শতাংশ এবং ওরিয়ন ফার্মার শেয়ার দর ৫.০৬ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস