Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

নোয়াখালীতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে মতবিনিময় সভা

১৯ মার্চ, ২০২২ ১:৪১ অপরাহ্ণ
নোয়াখালীতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে মতবিনিময় সভা

মুজিব শতবর্ষ, মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে নোয়াখালীতে প্রাথমিক সহকারি শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মার্চ) দুপুরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জেলার সদর শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

সভায় শিক্ষক প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে বহিরাগত শিক্ষক নিয়োগ ও স্থায়ী অফিস করার জন্য জায়গা বরাদ্দের জন্য প্রধান অতিথির কাছে অনুরোধ করেন।

সভায় প্রধান অতিথি একরামুল করিম চৌধুরী তার বক্তব্যে শিক্ষকদের বিভিন্ন দাবী ও সমস্যাগুলো চিহ্নিত করে সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে সমাধানের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামছুদ্দিন জেহান , উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক , উপজেলা শিক্ষা অফিসার মো. সিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রিয় সভাপতি মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ।

অন্যদের মধ্যে অনুষ্ঠান ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালীসহ চার জেলার শিক্ষক সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার