Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

নীলফামারীতে রঙে রাঙিয়ে দোল উৎসব পালন

১৯ মার্চ, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ
নীলফামারীতে রঙে রাঙিয়ে দোল উৎসব পালন
নিজস্ব প্রতিবেদক :

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দোলযাত্রা। এ উপলক্ষে নানা রঙে রঙিন হয়ে উঠেছিল নীলফামারীর বিভিন্ন মন্দির।

শুক্রবার (১৮ মার্চ) দিনব্যাপী পালন করা হয় রঙিন এই উৎসব। নীলফামারী হোলি উদযাপন কমিটির আয়োজনে দুপুরে বিভিন্ন মন্দির পাড়া মহল্লায় এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে অংশ নিয়ে উল্লাস করা তরুণ-তরুণীরা বলেন, ধর্ম যার যার, কিন্তু উৎসব তো সবারই।

উৎসবে কেমন আন্দন করলেন জানতে চাইলে প্রমি দাস বলেন, দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব। এই উৎসবের অপর রাম বসন্তোৎসব। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, প্রতিবারের মতো এবারও আমরা এই দোলযাত্রা উপলক্ষে নানা আয়োজন করেছি। আমাদের এখানে সব ধর্মের লোকেরাই অংশগ্রহণ করে থাকেন। সবাইকে নিয়েই এই দিনটি আমরা এক সঙ্গে আনন্দের মধ্যে পালন করি।

পরে সবার মাঝে প্রসাদ বিতরণ করে উৎসবের সমাপ্তি হয়।

শেয়ার