Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবি সুবিধা দিচ্ছে সরকারঃ এমপি দীপংকর

২০ মার্চ, ২০২২ ১২:৫২ অপরাহ্ণ
নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবি সুবিধা দিচ্ছে সরকারঃ এমপি দীপংকর
রাঙামাটি প্রতিনিধি :

আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাঙামাটিতেও নিম্ন আয়ের পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে।

রোববার (২০মার্চ) সকালে জেলা শহরের আসামবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন- খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন,৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দীন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর বাচিং মারমা, রাঙামাটি কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

দীপংকর তালুকদার বলেন, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি ও আসন্ন মাহে রমজানে প্রধানমন্ত্রী দেশের নি¤œ আয়ের মানুষের কথা চিন্তা করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে রাঙামাটির নিম্ন আয়ের ৮৭ হাজার ৩৪০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

রোববার ১২শ পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রয় করা হবে। পর্যায়ক্রমে বাকিদের মাঝেও এ পণ্য বিক্রয় করা হবে।

প্রথম ধাপে ৫নং ওয়ার্ডে প্রায় ১২শ পরিবারে কাছে ২লিঃ সয়াবিন, ২ কেজি ডাল ও ২ কেজি চিনির প্যাকেজ বিক্রি করা হয়।

শেয়ার