Top

নোয়াখালীতে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেবের ৭৩ তম তিরোভাব ঊৎসবের সূচনা

০১ মে, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ
নোয়াখালীতে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেবের ৭৩ তম তিরোভাব ঊৎসবের সূচনা
নোয়াখালী প্রতিনিধি: :
নোয়াখালীর চৌমুহনীতে পুণ্য অক্ষয় তৃতীয়া তিথিতে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেবের ৭৩ তম তিরোভাব ঊৎসবের চার দিন ব্যাপি অনুষ্ঠানের সূচনা পর্ব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মে) বিকাল সাড়ে ৩ টায় জেলার চৌমুহনীতে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেবের সমাধিক্ষেত্রে বেদবাণী পাঠের মাধ্যমে এর শুভ সূচনা হয়।
সূচনা শেষে শ্রী শ্রী রামঠাকুরের প্রসঙ্গে আলোচনা, গঙ্গা আবাহন, উৎসব অধিবাস ও নামযজ্ঞ অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী কৈবল্যনাথের মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্রাচার্য্য জানান, আাগামী বুধবার (৪ মে) চারদিনব্যাপী তিরোভাব উৎসবের সমাপণী পর্ব অনুষ্ঠিত হবে। মহামারী করোনার কারনে গত ২ বছর এটি বন্ধ থাকলেও এবার তা পূর্ণ আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে। উৎসবে দেশ এবং দেশের বাহিরের বিভিন্ন দেশ থেকে আগত ভক্তরা এতে অংশগ্রহন করছেন।
এদিকে উৎসবকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেবের সমাধিক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
শেয়ার