Top

ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রির হিড়িক, শঙ্কার মুখে উৎপাদন

২৭ ফেব্রুয়ারি, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ
ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রির হিড়িক, শঙ্কার মুখে উৎপাদন
ফেনী প্রতিনিধি :

ফেনীতে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক পড়েছে। ফসলি জমির মাটি দিয়ে ইট তৈরিতে সরকারের নিষেধাজ্ঞা থাকলেও ইট ভাটার মালিকরা এর কোনও তোয়াক্কাই করছে না। মুনাফালোভীদের কাজে লাগিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনের পরিবর্তে রাতে মাটি ট্রাকে ও ট্রলিতে করে নিয়ে যায় ইটভাটায়।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ইটভাটা মালিকরা ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’ ভঙ্গ করছেন।

ফেনীর সদর উপজেলার উত্তর কাশিমপুর গ্রামের কৃষক আব্দুর রউফ, চাষী মোহাম্মদ ইলিয়াস, কৃষক মো. একরামুল হক ও উত্তর কাশিমপুর গভীর নলকূপ (সেচপাম্প) বিএডিসির স্কিম ম্যানেজার মো. সিরাজুল ইসলাম জানান, মাঠ থেকে আমন ধান ওঠার পরপরই ফসলি জমির মাটি বিক্রি শুরু হয়। আর এসব মাটি ট্রাকে ও ট্রলিতে করে নিয়ে যাওয়া হয় বিভিন্ন ইটভাটায়া।

মাটি বিক্রি করেছেন এমন কয়েকজন কৃষক জানান, ইট ভাটায় মাটি সরবরাহের জন্য এক শ্রেণির দালাল চক্র গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের মাটি বিক্রি করতে উৎসাহ জোগায় এবং স্বল্পমূল্যে উপরিভাগের এসব মাটি কেটে কিনে যায়। আর দীর্ঘমেয়াদি ক্ষতির কথা না জেনে এভাবেই কৃষকেরা নগদ লাভের আশায় জমির মাটি বিক্রি করেন।

কৃষক আবদুর রউফ বলেন, ‘পাশের জমির মাটি বিক্রি করায় আমার রোপা বোরো ধানের জমির আইল ভেঙে গেছে। দীর্ঘ ফাটল ধরে জমির পাড় ভেঙে পড়ছে।’

এই বিষয়ে মাটি কাটার মেশিনের মালিক ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে মো. কামাল উদ্দিন বলেন, ‘আমি আর মাটি কাটার জন্য মেশিন আর ভাড়া দেবো না। জমির মূল্য থেকে মাটি বিক্রি করে অনেক বেশি দাম পাচ্ছেন মালিকরা। যে কারণে তারা লোভে পড়ে মাটি বিক্রি করছে ইটভাটায়। ফলে পাশের জমিগুলো ভেঙে পড়ে যাচ্ছে।’

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল রব বলেন, ‘গত কয়েকদিন আগে বোরো আবাদ করেছি। জমিতে অনেক টাকা খরচ করে সারও দিয়েছি। পাশের জমি থেকে গভীর গর্ত করে মাটি কাটায় আমার ধানের চারাসহ জমিন ভেঙে পড়ছে।’

কৃষক দেলোয়ার হোসেন বলেন, ‘আমার জমির পাশের জমির মালিক ইটভাটায় মাটি বিক্রি করছেন। তাকে আমরা মাটি বিক্রি না করতে অনুরোধ জানালেও তিনি অনুরোধ রাখেননি। এভাবে মাটি বিক্রি করলে ফসল উৎপাদন কমে যাবে এটাও তাকে বোঝাতে চেয়েছিলাম। কিন্তু কিছু মানুষ নগদ টাকার লোভে আমাদের কৃষির ক্ষতি করছেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইটভাটার মালিক জানান, ফসলি মাটি না পেলে তাদের  ইটভাটা কিভাবে চলবে? ইটের চাহিদা থাকায় তারা অতিরিক্ত দাম দিয়ে কৃষকদের ম্যানেজ করে মাটি ক্রয় করছেন, জোর করে নয়। সরকার ইটভাটার অনুমোদন দিলেও মাটি না পেলে তা কিভাবে চালবে।

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক বলেন, ‘এখানে পাঁচটি ইটভাটা রয়েছে। মাটি কাটার কারণে সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষিজমিও ধ্বংস হয়ে যাচ্ছে। বারবার বাধা দেওয়ার পরও তারা মানছেন না। উল্টো তাদের শত্রু হয়ে যাচ্ছি। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, আমাদের কিছু করার নেই। ’

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ-ফেনী) মো. কামরুল হাসান বলেন, জমির উর্বরতা শক্তি উপরিভাগ থেকে ১৫-২০ ইঞ্চির মধ্যে থাকে। তাই ওপর থেকে মাটি সরিয়ে ফেলায় উর্বরতা শক্তি পুরোপুরি নষ্ট হয়ে যায়। দীর্ঘ সময় সেই জমির ওপর বিভিন্ন পদার্থ জমে উর্বরতা শক্তি ফিরে আসতে শুরু করে। এভাবে আগের মতো উর্বরতা শক্তি ফিরে আসতে ১০-১৫ বছর সময় লাগে।

ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিধ মো. তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, ‘মাটি কাটার বিষয়ে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ’

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা বলেন, ‘রাতে মোবাইল কোর্ট চালানোর নিয়ম নেই। মাটি কাটা ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। না হলে কৃষিজমি ধ্বংস হয়ে যাবে।

শেয়ার