Top

লক্ষ্মীপুরে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

২৬ অক্টোবর, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদরের অসহায় দরিদ্র ও বন্যার্ত প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। একইসাথে প্রত্যেক রোগীর রোগ নির্ণয় ও তাদের চাহিদা অনুযায়ী ঔষুধ বিতরণ করা হয়।

শনিবার (২৬অক্টোবর) সকাল থেকে সদরের স্থানীয় রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে রাধাপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী চলে এই চিকিৎসা কার্যক্রম। এতে ঢাকা থেকে আগত ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিসিন, গাইনি, শিশু, ডেন্টাল, চর্ম ও যৌন সহ বিভিন্ন রোগের চিকিৎসক সেবা প্রদান করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আহম্মেদ কবির, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, সেনা কর্মকর্তা মেজর জিয়া উদ্দিন আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহবুব।

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন গ্রামের সুবিধাভোগী দুই হাজার নারী পুরুষ। এই কার্যক্রম সহ মানবসেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

বিএইচ

শেয়ার