দুই দফা দাবিতে চাঁদপুরে মাওলানা সাদ পন্থী তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন চাঁদপুরের নেতারা।
চাঁদপুর জেলা তাবলীগ জামাতের আমির মাওলানা আবদুর রশিদের নেতৃত্ব হাজারো সমর্থকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে অংশ নেয়। নেতারা প্রথমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান এবং পরবর্তীতে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব এর নিকট তাদের দাবী উল্লেখ করে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে তাদের দাবি, কোনরূপ যৌক্তিক কারণ ছাড়াই দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমীর হযরত মাওলানা সা’দ (দা.বা.) বাংলাদেশে আসতে পারছেন না ।
জেলা তাবলীগ জামাতের আমির মাওলানা আবদুর রশিদ জানান, বিগত ৭ বছর যাবৎ কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য শুনা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। অথচ তিনি ইতোপূর্বে বিশ্ব ইজতেমার প্রধান বক্তা ছিলেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করতেন। তিনি বাধাহীনভাবে সারা বিশ্বে তাবলীগের কাজে সফর করে চলেছেন। তাই এ বছর যাতে তাদের বিশ্ব আমির হযরত মাওলানা সা’দ (দা.বা.) অবশ্যই বাংলাদেশে আসতে পারেন সেজন্য জোর দাবি তাদের।
অপরদিকে বিগত ৭ বছর যাবৎ মাওলানা জুবায়েরপন্থীগণ তাদের মূলধারার সাথীদের মসজিদে দাওয়াতের কাজ বন্ধ করার জন্য বিভিন্নভাবে মারপিঠ, হত্যা ও জুলুম-নির্যাতন এবং কুৎসা রটনা ও অপপ্রচার করেন। যা ইসলামী শরীয়ত, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে দেশের সকল মসজিদে বাধাহীনভাবে তাবলীগের কাজ পরিচালিত হওয়ার ব্যাপারে সুস্পষ্ট আদেশ জারির জন্যও দাবি করেন চাঁদপুরে সা’দ পন্থী তাবলীগ জামাতের সাথীরা।
এম জি