Top
সর্বশেষ

নিজ বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

০৫ জানুয়ারি, ২০২৫ ৮:৫১ পূর্বাহ্ণ
নিজ বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কাপাসিয়ায় শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জাহিদ হাসানকে (২৩)। উপজেলার টোক ইউনিয়নের কাশেরা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। পরে গতকাল শনিবার জাহিদকে গাজীপুর কারাগারে পাঠানো হয়।

জাহিদ হাসান কাশেরা গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে। তিনি ছাত্রলীগের টোক ইউনিয়ন কমিটির সভাপতি।

স্থানীয় সূত্রে তাঁর বিরুদ্ধে গত সরকারের সময় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, জবরদখল ও একতরফা সালিশ বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় জাহিদের নেতৃত্বে হামলার তথ্যও পাওয়া যায়।

এসব অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ কাশেরা গ্রামের বাড়ি থেকে জাহিদতে গ্রেপ্তার করে বলে জানান কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন। তিনি বলেন, শনিবার তাঁকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এনজে

শেয়ার