Top
সর্বশেষ

বিডি ফাইন্যান্স এখন বাংলাদেশ ফাইন্যান্স

০৪ এপ্রিল, ২০২১ ৯:০১ অপরাহ্ণ
বিডি ফাইন্যান্স এখন বাংলাদেশ ফাইন্যান্স

নন ব্যাংককিং আর্থিক প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্ট কোম্পানি লিমিটেড (বিএফআইসি) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড (বিএফএল) করা হয়েছে।

রবিবার (৪ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিপার্টমেন্ট অব ফিনানসিয়াল ইন্সটিটিউশন এন্ড মার্কেটস-ডিএফআইএম) এ সংক্রান্ত চুড়ান্ত অনুমোদন দিয়ে সার্কুলার ইস্যু করেছে ।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিডি ফাইন্যান্স এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ বাণিজ্য প্রতিদিনকে বলেন, বিজয়ের অর্ধ শতাব্দীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। সময়ের বিবর্তনে পৃথিবীর বুকে ক্রমাগত সুসংহত হয়েছে এদেশের অবস্থান।

ধারাবাহিক সফলতার ক্রমধারায় অর্থনৈতিক সমৃদ্ধির মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে চলা এদেশের সফরসঙ্গী হতে প্রস্তুত বিডি ফাইন্যান্স। এ সম্মুখ যাত্রাপথে বাংলাদেশের সাধারণ মানুষকে সঙ্গে করেই এগিয়ে যেতে চায় বিডি ফাইন্যান্স।

নাম পরিবর্তন কারণ প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে চলছে। এদেশের সকল মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির সমষ্টিগত চিত্রই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। আর তাই এদেশের সাধারণ মানুষের সবচেয়ে আস্থার প্রতিষ্ঠান হয়ে আত্মপ্রকাশ করতেই বিডি ফাইন্যান্স নতুন রূপে আসছে বাংলাদেশ ফাইন্যান্স হয়ে।

এছাড়া বিডি নামের মধ্যে বাংলাদেশ নামের পূর্ণাঙ্গ চিত্র ওঠে আসে না। অন্যদিকে বিডি ফাইন্যান্স (বিএফআইসি) নামের সাথে অন্য একটি আর্থিক প্রতিষ্ঠানের নাম মিলে যায়। তাতে নানা ধরনের জটিলায় পড়তে হয়। পাশাপাশি নামটি দীর্ঘ হওয়ায় সহজ ও সংক্ষিপ্ত নাম করেণের উদ্দেশ্যেই এই পরিবর্তন বলে জানান কায়সার হামিদ।

১৯৯৯ সালে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা করে বিডি ফাইন্যান্স। দেশের অন্যতম শিল্প গ্রুপ প্রতিষ্ঠানটির বেশির ভাগ শেয়ারের মালিক। আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ফাইন্যান্স দেশের প্রথম সারির অন্যতম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

নতুন নামের প্রচার প্রচারণা (ব্র্যান্ডিং) প্রসঙ্গে কায়সার হামিদ বলেন, করোনার প্রকোপ বেড়ে যাওয়া এবং লকডাউন শুরু যাওয়ায় পরিকল্পনা অনুযায়ী এ সংক্রান্ত কাজ কিছুটা পিছিয়ে গেছে। যদি লকডাউন দীর্ঘায়িত না হয় তাহলে রমজানের মাঝেই নতুন নামের ব্র্যান্ডিং শুরু হবে। অন্যথায় ঈদের পর।

শেয়ার