Top

খেলাপি ঋণ আদায়ে পদ্মা ব্যাংকের সাফল্য

০৪ সেপ্টেম্বর, ২০২১ ১২:২৪ অপরাহ্ণ
খেলাপি ঋণ আদায়ে পদ্মা ব্যাংকের সাফল্য

করোনাভাইরাসের মধ্যে অর্থনীতির দুর্দিনে অনন্য নজির দেখিয়েছে বেসরকারি পদ্মা ব্যাংক লিমিটেড।
মহামারির মধ্যে যখন ব্যাংক খাতের সার্বিক খেলাপি ঋণ মার্চ থেকে জুন পর্যন্ত ৪ হাজার ৬২৮ কোটি টাকা বেড়েছে, তখন পদ্মা ব্যাংক ৫৮ কোটি টাকা ঋণ আদায় করেছে।

ব্যাংকটির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, জুন শেষে ব্যাংকটির মোট ঋণ ৬ হাজার ৭০৮ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ৩ হাজার ৫১৯ কোটি টাকা, যা ঋণের ৬১ দশমিক ৫৫ শতাংশ। এই ঋণের প্রায় সবটাই এই ব্যাংকের পূর্বসূরি ফারমার্স ব্যাংকের। ব্যাংকটি পুনর্গঠন করে পদ্মা ব্যাংক নামে যাত্রা শুরু করার পর থেকে অবস্থার উন্নতি হচ্ছে।

মার্চে ব্যাংকটির ঋণ ছিল ৫ হাজার ৬৫৩ কোটি টাকা। তখন খেলাপি ছিল ৩ হাজার ৫৭৭ কোটি টাকা, যা মোট ঋণের ৬৩ দশমিক ২৭ শতাংশ ছিল। তিন মাসে খেলাপি ঋণ কমেছে ১.৭২ শতাংশ।

শেয়ার