Top

মানিকগঞ্জে গণপিটুনিতে ডাকাতের সদস্য নিহত

১২ অক্টোবর, ২০২১ ৩:০৭ অপরাহ্ণ
মানিকগঞ্জে গণপিটুনিতে ডাকাতের সদস্য নিহত
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বকচর এলাকায় আতোয়ার রহমান (৩৫) নামের ডাকাত দলের এক সদস্য গণপিটুনিতে নিহত হয়েছে। এছাড়াও  ঘটনায় আহত হয়েছে আরো তিন জন।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরের দিকে ফোনালাপে তথ্যটি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির।

এদিকে নিহত আতোয়ার রহমান জেলার দৌলতপুর উপজেলার বিনোদপুর গ্রামের সুলতান হোসেনের ছেলে বলে জানা গেছে । অপরদিকে আহত ব্যক্তিরা হলেন, বকচর গ্রামের অটল চক্রবর্তী, তার স্ত্রী শ্রিপ্রা চক্রবর্তী এবং অটল চক্রবর্তীর মা গীতা রানী চক্রবর্তী।

জানা যায়, মঙ্গলবার ভোর রাতের দিকে বকচর গ্রামে ৬/৭ সদস্যের এক ডাকাত দল হানা দেন। সে সময় ওই বাড়ির লোকজন চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। এতে ডাকাত সদস্যরা ওই বাড়ির নারীসহ তিনজনকে মারধর করে লুটের মাল নিয়ে পালাতে চেষ্টা করেন। মালামাল নিয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও দুইজনকে ধরে গ্রামবাসী গণপিটুনি দেয়। এতে এক ডাকাত সদস্য নিহত ও অপর এক ডাকাত আহত হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, এ ঘটনায় আহতদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার