Top
সর্বশেষ

ফতুল্লায় বাসার গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

১৫ নভেম্বর, ২০২১ ১০:৫৪ পূর্বাহ্ণ
ফতুল্লায় বাসার গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাসের লাইনে ‘বিস্ফোরণ’ থেকে আগুন লেগে দগ্ধ একই পরিবারের ছয়জনের মধ্যে ঝুমা রানী (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (১২ নভেম্বর) ভোর সাড়ে ছয়টার দিকে ফতুল্লার লালখার মোড় এলাকার একটি পাঁচতলা ভবনের নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় একই পরিবারের ছয়জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে থেকে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মা তুলসী রানী (৫৫) ও মেয়ে ঝুমা রানীর অবস্থা আশঙ্কাজনক হওয়া তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, ফতুল্লা থেকে গ্যাস বিস্ফোরণে ছয়জনের মধ্যে সোমবার চিকিৎসাধীন ঝুমা রানী মারা গেছে। তার শরীরের ৫০ শতাংশ বার্ন (দগ্ধ) ছিল। নিহতের মা তুলসী রানী চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার