আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর কয়েকটি বড় প্রকল্পের কাজ শুরু করে। পদ্মা সেতুসহ বিভিন্ন মহাপ্রকল্পের অগ্রগতির কথা জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৭ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনের চতুর্থ দিন প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন হয়।
পদ্মা সেতু নিয়ে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের এক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, ‘এ বছরের অক্টোবর পর্যন্ত প্রকল্পের ৮৮.৭৫ শতাংশ ভৌত কাজ সম্পন্ন হয়েছে। ২০২২ সালের জুনের মধ্যে স্বপ্নের এই সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া সম্ভব হবে বলে আশা করা যায়।’
শেখ হাসিনা বলেন, ‘পদ্মা সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা দ্রুত ও সহজ হবে। এটি এশিয়ান হাইওয়ের সঙ্গেও যুক্ত হবে, যার মাধ্যমে প্রতিবেশী দেশের সঙ্গেও যোগাযোগ স্থাপিত হবে।’
সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে ভায়াডাক্টসহ ৯.৮৩ কিলোমিটার দৈর্ঘ্যের বাংলাদেশের দীর্ঘতম সেতুটির নির্মাণকাজ চলছে।
শেখ হাসিনা বলেন, ‘২০২২ সালের ডিসেম্বর নাগাদ এই টানেলের নির্মাণকাজ সম্পন্ন হবে। এই টানেল নির্মিত হলে চট্টগ্রাম জেলার মূল শহরের সঙ্গে অপর প্রান্তের সরাসরি যোগাযোগ স্থাপন হবে।’
চট্টগ্রাম শহরের যানজট অনেকাংশে কমে আসবে বলেও মনে করেন তিনি।
২০১৪ সালের জুনে প্রধানমন্ত্রীর চীন সফরে এই টানেল নির্মাণে দেশটির সঙ্গে সমঝোতা স্মারক সই হয়। ১০ হাজার ৩৭৪ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। এ বছরের অক্টোবর পর্যন্ত টানেল নির্মাণের ৭৪.৩৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলেও সংসদকে জানান প্রধানমনন্ত্রী।
প্রধানমন্ত্রী জানান, ঢাকা মহানগরী ও আশপাশের এলাকার যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় ৬টি মেট্রোরেলের ১২৯.৯০১ কিলোমিটার দীর্ঘ শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
এর মধ্যে উড়ালপথ হবে ৬৮.৭২৯ কিলোমিটার। পাতালপথ হবে ৬১.১৭২ কিলোমিটার দীর্ঘ। মোট স্টেশন হবে ১০৫টি। এগুলোর মধ্যে উড়াল ৫২টি এবং পাতাল স্টেশন হবে ৫৩টি।
প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকার যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক) নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ৮ হাজার ৯৪০ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে র্যাম্পসহ ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ উড়ালসড়কের নির্মাণকাজ চলমান।’
চলতি বছরের অক্টোবর পর্যন্ত প্রকল্পের প্রথম ধাপের ৭০.৭৬ শতাংশ ভৌত কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান সরকারপ্রধান।