Top
সর্বশেষ
শিরোপা ধরে রাখতে বরিশালের সামনে বড় লক্ষ্য দিলো চিটাগং কিংস আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার নারায়ণগঞ্জের সেই গডফাদার কোথায়: জামায়াত আমীর ইসরাইলের তৈরি বালুর ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করবে সরকার: প্রধান উপদেষ্টা রিজার্ভ বেড়ে ফের ২০ বিলিয়ন ডলারের ঘরে একুশে পদক পাচ্ছেন মাহমুদুর রহমানসহ ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল সরকারের বিবৃতি: শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্রোধের বহিঃপ্রকাশ ৩২ নম্বরে ভাঙচুর দিনাজপুরে ৬টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

ফের রাজপথ অবরোধ শিক্ষার্থীদের, দাবি নিরাপদ সড়ক চাই

২৫ নভেম্বর, ২০২১ ২:০৯ অপরাহ্ণ
ফের রাজপথ অবরোধ শিক্ষার্থীদের, দাবি নিরাপদ সড়ক চাই

রাজধানীর গুলিস্তানে নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানকে গাড়ি চাপা দিয়ে মৃত্যুর ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১১টা থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আসে। এতে পুরো রাজধানীর যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

সকাল থেকে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট, শনির আখড়া, উত্তরা, ফার্মগেট, মিরপুর ১০, ধানমন্ডি, সাইন্স ল্যাব, আসাদ গেট, রামপুরা, রায় সাহেব বাজার মোড়, শান্তিনগর যাত্রাবাড়ী, এলিফেন্ট রোড ও তেজগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।

গুলিস্তান এলাকায় দেখা যায়, জিরো পয়েন্টের চারদিকে রাস্তা বন্ধ করে দিয়ে শিক্ষার্থীরা অবস্থান করছে। এসময় তাদের নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে দেখা গেছে। অন্যান্য এলাকাতেও একইভাবে সড়ক অবরোধ করে নিরাপদ সড়কের দাবিতে শ্লোগান দিচ্ছে তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, রাজধানীতে বেপরোয়া গাড়ির চাকায় একের পর এক শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ প্রতিনিয়ত পিষ্ট হচ্ছে । অকালেই ঝরে যাচ্ছে প্রাণ। কিন্তু এতো ঘটনার পরও জড়িতদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হচ্ছে না।

শিক্ষার্থীরা জানান, এর আগে রমিজ উদ্দিন স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীসহ সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসলে তখন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও সড়কের নিরাপত্তা ব্যবস্থার কোনো উন্নতি না হয়ে দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এই রাজধানী যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এই চালকদের যদি লাগাম টেনে ধরা যেত তাহলে নাইম হাসানের মতো আরেক শিক্ষার্থীকে প্রাণ দিতে হতো না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। তার বিক্ষোভ করছে। রাজধানীর বেশিরভাগ সড়কে এখন যান চলাচল বন্ধ আছে। মানুষের দুর্ভোগ চরম আকারে পৌঁছেছে। এই কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, ঘাতক গাড়ির চালককে ইতোমধ্যে গ্রেপ্তার কর হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। মানুষের কষ্ট লাঘবের জন্য আমরা শিক্ষার্থীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করছি।

শেয়ার