বিদায়ী সপ্তাহে সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে সপ্তাহটিতে বিনিয়োগকারীরা সাত শত কোটি টাকার বেশি বাজার মূলধন হারিয়েছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬২ হাজার ৯০২ কোটি ৯৬ লাখ ১৪ হাজার ১৩৪ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৬২ হাজার ১৮২ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার ১৩৫ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৭২০ কোটি ২২ লাখ ৫৪ হাজার ৯৯৯ টাকা হারিয়েছে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছয় হাজার ৪২৮ কোটি ৮৭ লাখ ১৩ হাজার ৩৯৬ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ছয় হাজার ১৪৯ কোটি ২৮ লাখ ৮৭ হাজার ৯২০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৭৯ কোটি ৫৮ লাখ ২৫ হাজার ৬৭৬ টাকা বা ৫ শতাংশ বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.০৩ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে সাত হাজার ২৩.৫২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৫৯২.৩৪ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৪.২৭ পয়েন্ট বা ০.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫০৪.২৫ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৪টির বা ৪৭.৪২ শতাংশের, কমেছে ১৬৬টির বা ৪২.৭৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির বা ৯.৭৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৩৪ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার ৪৪ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৭৮ কোটি ২২ লাখ ৮১ হাজার ৭০৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৫৬ কোটি ৫২ লাখ ৬৫ হাজার ৩৩৫ টাকা বা ৩২ শতাংশ বেড়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৩৪ পয়েন্ট বা ০.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭৬.২৮ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৬.৬৪ পয়েন্ট বা ০.০৫ শতাংশ, সিএসই-৫০ সূচক ১.৬৬ পয়েন্ট বা ০.১১ শতাংশ এবং সিএসআই ৯.৫৭ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২ হাজার ৩৫৯.৭৪ পয়েন্টে, এক হাজার ৫১৯.৬১ পয়েন্টে এবং এক হাজার ২৮০.০৭ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ১৫০.২০ পয়েন্ট বা ১.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৪১.৮২ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬২টির বা ৪৬.৪২ শতাংশের দর বেড়েছে, ১৫৪টির বা ৪৪.১৩ শতাংশের কমেছে এবং ৩৩টির বা ৯.৪৫ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস