Top
সর্বশেষ
জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স

০৫ ফেব্রুয়ারি, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৫৯ দশমিক ৭৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৮ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ লাখ ৬৫ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই ফুডের দর বেড়েছে ৫৯ দশমিক ৫৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬ লাখ ৫২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ লাখ ৩০ হাজার ৪০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের দর বেড়েছে ৩৭ দশমিক ২৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৬০ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩২ কোটি ১৫ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ইয়াকিন পলিমারের ২৩.৭৩ শতাংশ, ন্যাশনাল পলিমারের ২২.৬৫ শতাংশ, একমি পেস্টিসাইডসের ১৭.৫৩ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ১৫.৭০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১২.৯৩ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১২.৮৯ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১২.২৪ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার