সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানির ১৭ কোটি টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৩৫ লাখ ৮৮ হাজার ৯৫টি শেয়ার ৫৯ বার হাত বদলের মাধ্যমে ১৭ কোটি ৭৩ লাখ ৫ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৮১ লাখ ৫৬ হাজার টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার টাকার প্রাইম ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৭১ লাখ ১৮ হাজার টাকার লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের।
এছাড়া, ব্লক মার্কেটে ম্যারিকোর ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার, ফরচুন সুজের ১ কোটি ১৬ লাখ ১৫ হাজার টাকার, বিকন ফার্মার ৭৮ লাখ ৭ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৫৮ লাখ ৯০ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫৫ লাখ ৪৮ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৪২ লাখ ৬২ হাজার টাকার, আরএকে সিরামিকের ৩৯ লাখ ৮২ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৩৩ লাখ ৫৫ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩২ লাখ ২১ হাজার টাকার, সালভো কেমিক্যালের ২৭ লাখ ৯৪ হাজার টাকার, বিবিএসের ২৪ লাখ ৮৭ হাজার টাকার, রবি আজিয়াতার ২২ লাখ ৩৭ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ২১ লাখ টাকার, বিএসআরএম স্টিলের ১৬ লাখ ৪৯ হাজার টাকার, কাট্টলী টেক্সটাইলের ১৬ লাখ টাকার, ফার্মাএইডের ১৫ লাখ ৭৩ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ১৫ লাখ ৫০ হাজার টাকার, কুইন সাউথের ১৪ লাখ ৪০ হাজার টাকার, পিপলস ইন্সুরেন্সের ১৩ লাখ ৬৪ হাজার টাকার, ডেল্টা লাইফের ১২ লাখ ৮৭ হাজার টাকার, অগ্নি সিষ্টেমের ১০ লাখ ১০ হাজার টাকার, একমি ল্যাবের ৯ লাখ ৫১ হাজার টাকার, আরডি ফুডের ৮ লাখ ৮২ হাজার টাকার, সোনালী পেপারের ৭ লাখ ৬৩ হাজার টাকার, সোনালী লাইফের ৭ লাখ ২০ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৬ লাখ ৪৪ হাজার টাকার, এএফসি এগ্রোর ৬ লাখ ৪৪ হাজার টাকার, গ্রীন ডেল্টার ৬ লাখ ৪৪ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৫ লাখ ৬০ হাজার টাকার, ফাইন ফুডের ৫ লাখ ৪৫ হাজার টাকার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস