সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইয়াকিন পলিমার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬১৩ বারে ৪৭ লাখ ২৩ হাজার ৬৭৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৬৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটি ৬১৪ বারে ২০ হাজার ২৮৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বিডি থাই ফুডের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ২৭৭ বারে ৮ হাজার ১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- তাকাফুল ইন্স্যুরেন্সের ৯.১৯ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৬.৭৮ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৫.৬৪ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৫.৩২ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৪.৮৯ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৪.৪৪ শতাংশ এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.১৭ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস