সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৩৩৩ বারে ১ কোটি ১১ লাখ ৫৮ হাজার ৭৮০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩১ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২০৪ বারে ১ লাখ ৭৬ হাজার ৭৬০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা কুইন সাউথ টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৯৮ বারে ২১ লাখ ৪৯ হাজার ৮৩২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৯০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সোনারগাঁও টেক্সটাইলের ৪.৮৪ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৭১ শতাংশ, অলটেক্সের ৪.৫৮ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৪.৪৪ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ৪.৩৪ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৪.২০ শতাংশ এবং ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর ৪.১৭ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস