Top
সর্বশেষ
জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার

বিক্রেতা সংকটে হল্টেড ৫ কোম্পানির শেয়ার

০৯ ফেব্রুয়ারি, ২০২২ ১২:১৬ অপরাহ্ণ
বিক্রেতা সংকটে হল্টেড ৫ কোম্পানির শেয়ার
পুঁজিবাজার ডেস্ক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা নেই। বুধবার (০৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ের জন্য বিক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : তমিজউদ্দিন টেক্সটাইল, ইউনিয়ন ইন্স্যুরেন্স, এপোলো ইস্পাত, বিডি থাই ফুড এবং অলটেক্স।

জানা গেছে, মঙ্গলবার তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯৬.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২০০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১৫.৯০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১৯.৬০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।

ইউনিয়ন ইন্স্যুরেন্স : মঙ্গলবার ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৪.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৯.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৯.৬০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।

এপোলো ইস্পাত : মঙ্গলবার এপোলো ইস্পাতের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৯.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০.১০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ০.৯০ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে।

বিডি থাই ফুড : মঙ্গলবার বিডি থাই ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৩.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩.৯০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৭০ শতাংশ বেড়েছে।

অলটেক্স : মঙ্গলবার অলটেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২০.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১.৯০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৮.৫০ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার