সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইয়াকিন পলিমার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ২২৫ বারে ৫২ লাখ ৭০ হাজার ৬৮৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ২৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৪৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৪১ বারে ১২ লাখ ১২ হাজার ৬৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ২০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৯ বারে ২ হাজার ৮৬৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের ৩.০৬ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২.৭৬ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ২.৭১ শতাংশ, বিবিএসের ২.৬৩ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ২.৫৮ শতাংশ, খান ব্রাদার্সের ২.৫৬ শতাংশ এবং বেঙ্গল উইন্ডসোরের শেয়ার দর ২.৫৫ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস