ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৬০ দশমিক ১৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১১ কোটি ৩৫ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২৭ লাখ ১৮ হাজার ৬০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই ফুডের দর বেড়েছে ৪৫ দশমিক ৩১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১ কোটি ৪ লাখ ১৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের দর বেড়েছে ৪২ দশমিক ২৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯ কোটি ৭ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– মনোস্পুল পেপারের ১৯.৫০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৮.৬৭ শতাংশ, তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের ১৬.০৯ শতাংশ, তশরিফা ইন্ডাস্ট্রিজের ১৫.২২ শতাংশ, খুলনা পাওয়ারের ১৪.০৯ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৩.৭০ শতাংশ, ইউনিক হোটেলের ১৩.৫৩ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস