সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্টাইল ক্রাফট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৩৩ বারে ৪ লাখ ৫০ হাজার ৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৭৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা রহিম টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ৪২২ বারে ৩৪ হাজার ৯২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আরামিট সিমেন্টের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৫ বারে ৭ লাখ ৫৮ হাজার ৬১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এপেক্স ট্যানারির ৭.১১ শতাংশ, ফার্মা এইডসের ৬.৯৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ৬.৯৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৫.৯৯ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৫.৮৫ শতাংশ, এপেক্স ফুডসের ৫.৭৯ শতাংশ এবং শমরিতা হসপিটালের শেয়ার দর ৫.২০ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস