সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ১৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৯২ বারে ২৭ লাখ ৭০হাজার ৯০৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গার বিডির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৫ বারে ২ লাখ ২২ হাজার ৩৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৪৫৮ বারে ৫ লাখ ১১ হাজার১৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ১২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ফার কেমিক্যালের ৩.৭৩ শতাংশ, ফরচুনের ৩.৬৫ শতাংশ, ইউনিক হোটেলের ৩.৫৮ শতাংশ, মীর আখতার হোসাইনের ৩.৪৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৩.৩৭ শতাংশ, সুহৃদের ৩.৩৩ শতাংশ এবং পেনিনসুলার শেয়ার দর ৩.০৬ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস