সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৬৬ বারে ৪৭ লাখ ৮৪ হাজার ৭৭০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৪৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হাক্কানী পাল্পের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৬২ বারে ৫ লাখ ২৩ হাজার ১৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৯৩ শতাংশ কমেছে। ফান্ডটি ২২৭ বারে ২ লাখ ৪ হাজার ৩২২ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সমতা লেদারের ৩.৮৯ শতাংশ, লাফার্জ হোলসিমের ৩.৮৯ শতাংশ, এমবি ফার্মার ৩.৭৭ শতাংশ, আজিজ পাইপসের ৩.৫৭ শতাংশ, মুন্নু সিরামিকের ৩.৪৮ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৩.৪০ শতাংশ এবং জিকিউ বলপেনের ৩.৩৩ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস