সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১৩ দশমিক ৩ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬৬ বারে ৮৮ লাখ ৭৬ হাজার ৮৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৩৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইয়াকিন পলিমারের দর বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৩৭ বারে ৩৪ লাখ ৯৮ হাজার ৩৭২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৯৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এডিএন টেলিকমের দর বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ২১ শতাংশ। কোম্পানিটি ৭৯৬ বারে ৬ লাখ ৫৩ হাজার ৫৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ১.১২ শতাংশ, ডরিন পাওয়ারের ১ শতাংশ, সোনালী পেপারের ০.৭২ শতাংশ, পেনিনসুলার ০.৫১ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ০.৪৪ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ০.৩১ শতাংশ এবং ম্যারিকোর শেয়ার দর ০.০০৪ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস