বিদায়ী সপ্তাহে সূচক এবং লেনদেনের সাথে বেশিরভাগ সিকিউরিটিজের শেয়ার ও ইউনিট দর কমেছে। আর সপ্তাহটিতে বাজার মূলধন প্রায় ১২ হাজার কোটি টাকার বেশি কমেছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৫০ হাজার ৩৫৫ কোটি ৯৮ লাখ ৭ হাজার ৯০৬ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৩৮ হাজার ৪২৭ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ৫৩৪ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ১১ হাজার ৯২৮ কোটি ৫৬ লাখ ১৪ হাজার ৩৭২ টাকা কমেছে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন হাজার ৭৪৫ কোটি ৮৩ লাখ ৫৭ হাজার ৬২৫ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল তিন হাজার ৯৮৭ কোটি ৮৯ লাখ ২৫ হাজার ২৯৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৪২ কোটি ৫ লাখ ৬৭ হাজার ৬৭০ টাকা বা ৬ শতাংশ কমেছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪২.৯২ পয়েন্ট বা ২.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৬৯৬.৫২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৩.৭৩ পয়েন্ট বা ২.২৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫২.০৪ পয়েন্ট বা ২.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৪১.৯৯ পয়েন্টে এবং দুই হাজার ৪৬২.৯৪ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৫টির বা ১২.২৫ শতাংশের, কমেছে ৩১৯টির বা ৮২.৬৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১২টির বা ৩.১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৩৪ কোটি ২১ লাখ ৬২ হাজার ১৯৮ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২৩ কোটি ৯০ লাখ ৭২ হাজার ২৩৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১০ কোটি ৩০ লাখ ৫৯ হাজার ৯৬৪ টাকা বা ৮ শতাংশ বেড়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১৯.৫৩ পয়েন্ট বা ২.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৭২.০২ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২৫২.৮৮ পয়েন্ট বা ২.১০ শতাংশ, সিএসই-৩০ সূচক ২৩৩.৯৭ পয়েন্ট বা ১.৬৫ শতাংশ, সিএসই-৫০ সূচক ২৮.৯৯ পয়েন্ট বা ১.৭০ শতাংশ এবং সিএসআই ৩১.৪৯ পয়েন্ট বা ২.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৭৪৬.৩৭ পয়েন্টে, ১৩ হাজার ৯১৩.৮৮ পয়েন্টে, এক হাজার ৪৪৮.৭৭ পয়েন্টে এবং সিএসআই এক হাজার ২১৬.৯৫ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৭টির বা ১৩.৬৬ শতাংশের দর বেড়েছে, ২৪৬টির বা ৮৩.১৪ শতাংশের কমেছে এবং ১১টির বা ৩.২০ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস