রবিবার (২০মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে সদর ইউনিয়নের টিলারচর গ্রামে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।এতে মারাত্বক আহত হন ব্যাটারীচালিত রিক্সা চালক শেখ শাহজাহান ও মো.সাইফুল ইসলাম ওরফে জইনুদ্দিন। পরে স্থানীয়রা তাদের প্রথমে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে শাহজাহানকে ভর্তি রেখে সাইফুলকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিাশ্চত করে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম বলেন দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।এ ঘটনায় আহত রিক্সা চালক হাসপাতালে ভর্তী রয়েছে।ঘাতক ট্রাকটি আটকের বিষয়ে কাজ করে যাচ্ছেন তারা।অভিযোগের ভিত্তিতে ট্রাক ও ট্রাক চালকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।