Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

বান্দরবানে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২০ মার্চ, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ
বান্দরবানে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
আকাশ মারমা মংসিং, বান্দরবান :

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১০লক্ষ টাকা অর্থের ব্যয়ে একটি যাত্রী ছাউনী নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮০লক্ষ টাকা ব্যয়ে বীর বাহাদুর বিদ্যানিকেতনের ৪তলা বিশিষ্ট ১তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

২০ মার্চ (রবিবার) দুপুরে ৬নং ওয়ার্ডের ক্যাচিংঘাটা এলাকায় অবস্থিত বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের বিভিন্ন উন্নয়ন কাজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করা হয়।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য লক্ষীপদ দাশ,সদস্য ক্যসাপ্রু,পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মফিজুল ইসলামসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, শিক্ষা ক্ষেত্রে আগের চেয়ে অনেকটাই এগিয়ে যাচ্ছে পার্বত্যঞ্চল। শিক্ষার উন্নয়নের জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে ,এলাকার শিক্ষার হার বাড়লে দারিদ্রত্য কমে আসবে এবং শিক্ষিত জাতি দেশ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, পার্বত্য এলাকার দুর্গম এলাকাগুলোতে বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে অসংখ্য স্কুল-কলেজ স্থাপন করা হয়েছে আর সেই সাথে বান্দরবান সদরের সুয়ালক এলাকায় স্থাপিত হয়েছে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। এই শিক্ষা পাহাড়ের মানুষের কাছে পৌছে দেওয়া হবে। সেইসাথে শিক্ষার মান যাতে আরো গুনগত হয় সেই দিকে সরকার নজর দিয়েছে। তাই আগামীতেই প্রত্যেক স্থানে শিক্ষার আলোর ছড়িয়ে যাক সেই প্রত্যাশা রাখছি।

শেয়ার