Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

কুমারখালীতে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি

২০ মার্চ, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ
কুমারখালীতে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি
রফিকুজ্জামান মিয়া (কুমারখালী) কুষ্টিয়া :

কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যামিলি কার্ডে সাশ্রয়ী মূল্যে (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ) টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। ২০ মার্চ রবিবার সকালে কুমারখালী পৌর সভার ৬টি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রয় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন -পৌর মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) শহীদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম প্রমুখ।

টিসিবির ডিলার জাহাঙ্গীর হোসেন বানিজ্য প্রতিদিনকে জানান, ২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম ধাপে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য ভোক্তাদের নিকট বিক্রয় করা হবে। ফ্যামিলি কার্ডে ভোক্তাদের কাছে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুরের ডাউল বাবদ মোট ৪৬০ টাকায় বিক্রি করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পবিত্র রমজানকে সামনে রেখে ফ্যামিলি কার্ডে ভোক্তাদের নিকট সহনীয় মূল্যে নিত্য প্রয়োজনীয় টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। টিসিবির পণ্যের চাহিদা থাকলে প্রয়োজনে আরো বেশী বরাদ্দের সুপারিশ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার