পবিত্র রমজান উপলক্ষে টাঙ্গাইলে ১ লাখ ৬৮ হাজার ৭১১ জন নিম্ন আয়ের পরিবার সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিতরণ শুরু হয়েছে। রোববার সকাল থেকে
টাঙ্গাইলে বিভিন্ন উপজেলায় টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে। ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে তাদের কাছে এ পণ্য বিক্রি করা হচ্ছে। জেলায় ১ লাখ ৬৮
হাজার ৭১১ জন নিম্ন আয়ের পরিবার ৩ লাখ ৩৭ হাজার ৪২২ লিটার তেল, ৩ লাখ ৩৭ হাজার ৪২২ কেজি চিনি এবং ৩ লাখ ৩৭ হাজার ৪২২ কেজি মশুর ডাল পাবেন।
জেলার নির্ধারিত ৯৬ ডিলারের মাধ্যমে ১২টি উপজেলায় নির্দিষ্ট স্থানে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।
জানা যায়, প্রথম পর্যায়ে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২
লিটার সয়াবিন তেল পাবেন। এই ৩টি আইটেম ৪৬০ টাকা দিয়ে কিনতে পারবেন। এর মধ্যে ৪৩০ টাকা ডিলারকে সরকারের কাছে জমা দিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল সদরের সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও সুষ্ঠুভাবে এই টিসিবির পণ্য বিতরণ করা হবে। টাঙ্গাইলবাসী এই সেবা পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম বলেন, প্রতিটি উপজেলায় টিসিবির পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য
সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার অ্যাসিস্ট্রেট অথোরাইজ অফিসার হিসেবে কাজ করছেন। এ লক্ষে জেলা প্রশাসনের কর্মরতা ও কর্মচারীদের সমন্বয়ে মনিরটিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি উপজেলায় ট্যাগ অফিসার মনোনয়ন দেয়া হয়েছে। টিসিবির পণ্য প্যাকিং করার জন্য ইতিমধ্যে ৩ টন পলিথিন ক্রয় করা হয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন জানান, টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রিম করা যাচ্ছে। একজন ব্যক্তি দুইবার এ পণ্য পাবেন। প্রথমবার রমজানের আগে এবং পরের বার রমজানের মাঝা-মাঝি সময়ে এ পণ্য কিনতে পাবেন। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম প্রমুখ।