Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

নেত্রকোণা জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

২১ মার্চ, ২০২২ ১:০৪ অপরাহ্ণ
নেত্রকোণা জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
নেত্রকোণা প্রতিনিধি :

সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হয়েছে নেত্রকোণা জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন। গত শনিবার শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

গত ৩রা ডিসেম্বর ২০২১ তারিখ এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে ও আইনী জটিলতার কারণে নির্বাচন হয়নি।
এদিকে দীর্ঘ প্রায় ২ মাস পরে আবার নির্বাচন উভয়পক্ষের যোগাযোগ এবং আলোচনার প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে একটি সমঝোতায় আসে। উভয় পক্ষের এই সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে শনিবার ১৯ শে মার্চ সারাদিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে ১০টি পদের বিজয়ী প্রার্থীরা ভোটের মাধ্যমে নির্বাচিত হলেন। নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন,সভাপতি পদে – আব্দুল কদ্দুছ, কার্যকরী সভাপতি – শাহজাহান মিয়া সহ-সভাপতি – বজলুর রহমান, সাধারণ সম্পাদক – সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক – শিবলী সাদিক, সাংগঠনিক সম্পাদক – সলতু মিয়া, প্রচার সম্পাদক – মোফাজ্জল হোসেন ফয়সাল, কোষাধ্যক্ষ – কামরুল ইসলাম দপ্তর সম্পাদক – আরিফ খান।

 

 

শেয়ার