মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ইসমাইল মেম্বরকে যৌন নিপিড়ন ও ধর্ষণ চেষ্টায় মাগুরার আলমখালি এলাকা থেকে আজ সকালে মাগুরা থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে ।
বিষয়টি নিশ্চিত করেন মাগুরা সদর থানার ওসি মোঃ নাসির উদদিন। মাগুরা থানার ওসি জানান,বাবুখালী গ্রামে এক গৃহবধু কে রাতের অন্ধকারে লম্পট এই ইউপি মেম্বার এ মহিলার ঘরে ঢুকে জোর করে ধর্ষনের চেষ্টা করে।
এ ব্যাপারে ঐ মহিলা বাদী হয়ে মহম্মমদপুর থানায় মামলা করে। ঘটনার পর মেম্বার নিজ বাড়ী ছেড়ে মাগুরা সদর উপজেলার আলমখালী গ্রামে এক আত্মিয় বাড়ীতে পালিয়ে ছিলো।