Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

গোপালগঞ্জে রাস্তা নির্মাণে বাঁধা, চরম ভোগান্তিতে এলাকাবাসি

২১ মার্চ, ২০২২ ১:২৪ অপরাহ্ণ
গোপালগঞ্জে রাস্তা নির্মাণে বাঁধা, চরম ভোগান্তিতে এলাকাবাসি
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের মাঝিগাতী গ্রামে চলাচলের একটি রাস্তা নির্মানে বাঁধা দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। আর এ
অভিযোগ উঠেছে ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা কালাম খাঁর বিরুদ্ধে। এমনকি জমি দখলের অভিযোগ এনে আদালতেও মামলা দায়ের করেছন।

সরেজমিনে গিয়ে জানাগেছে, মাঝিগাতী গ্রাম নিম্ন এলাকা হওযায় বর্ষা মৌসুমে পানি জমায় চলাচলে চরম ভোগান্তি পরতে হয় এলাকার বাসিন্দারা। ভোগান্তির কথা চিন্তা করে পরিবারের সদস্য এবং পার্শ্ববর্তী বাসিন্দাদের চলাচলের জন্য নিজ জমিতে একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেন মীর কাইয়ুম। ইতিমধ্যে রাস্তা নির্মাণের জন্য মাটি ফেলার কাজ শুরু করে। কিন্তু নিজের জায়গা দাবী করে নির্মাণ কাজে বাঁধা দেন বীর মুক্তিযোদ্ধা কালাম খাঁ। এতে রাস্তা নির্মাণের কাজ বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তি পরে বাসিন্দারা।

মীর কাইয়ুম বলেন, বর্ষা মৌসুমে চলাচলের সময় ভোগান্তি হওয়ায় ১৬ শতাংশ জমির উপর দিয়ে (মাঝিগাতি মোজা ৯৮ নং, বিআরএস নং-১২২, দাগ-৮৩, খতিয়ান নং সাবেক ৮২) একটি রাস্তা নির্মানের উদ্যোগ নেই। ইতিমধ্যে মাটি ফেলার কাজ ও শুরু করি। কিন্তু বীর মুক্তিযোদ্ধা কালাম খাঁ নিজের জায়গা দাবী করে রাস্তাটির কাজ করতে দিচ্ছে না। এমনি আদালতেও একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। এতে চরম বিপাকে পড়তে হচ্ছে। মিথ্যা মামলা প্রত্যাহারসহ দ্রুত যতে সড়কটি নির্মাণ করে ভোগান্তি কমানোর জন্য প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন তিনি।

মীর নবীর হোসেন, রাস্তাটি সরকারী জায়গা হয়ে আমাদের জমির উপর দিয়ে করা হচ্ছে। রাস্তাটি হলে এখানকার মানুষের উপকার হবে। রাস্তাটির কিছু অংশ সরকারী খাস জমির উপর দিয়েম যাচ্ছে। কিন্তু বীর মুক্তিযোদ্ধা কালাম খাঁ সরকারী খাস জমির উপর বসবাস করলেও তিনি তা, নিজের জমি দাবী করে রাস্তাটির কাজ বন্ধ করে দেন। আমি প্রশাসনের নিকট দাবী জানাই, দ্রুত বিষয়টি সুরাহা করে রাস্তা নির্মাণের সকল বাঁধা দূর করবে। এ বিষয়ে বক্কব্য নিতে অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা কামাল খাঁর সাথে যোগাযোগে চেষ্ঠা করা হলেও তার সাথে যোগাযোগ করার সম্ভব হয়নি।

 

শেয়ার