মাগুরা যশোর সড়কে মঘির ঢাল নামক স্থানে আজ সোমবার ২১শে মার্চ সকাল সাড়ে ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় আবু সাঈদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মাগুরা থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন জানান, তিনি মঘী গ্রামের বাসিন্দা। ব্যবসায়ী কাজে মাগুরা শহরে মটর সাইকের চালিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে ফেল্লে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে মাগুরা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যপারে মাগুরা থানায় মামলা হয়েছে।ময়না তদন্তের জন্য লাশ মাগুরা মর্গে পাঠানো হয়েছে।