জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নে ৪০ দিন কর্মসূচির ২টি প্রকল্পের কাজ (প্রকল্প-১ ও প্রকল্প-২) চলোমান আছে। প্রকল্প-১ এ ৭৯ জন ও প্রকল্প-২ এ ১০০ জন শ্রমিকের নাম দেখানো হয়েছে। দুই প্রকল্পের ৪০ দিন কর্মসূচির কাজে তালিকায় মোট ১৮৯ জন শ্রমিকের নাম আছে। শ্রমিকের কাজের জায়গায় দেখা গেছে এস্কোভেটর দিয়ে কাজ করানো হচ্ছে। এক এক জন শ্রমিক ৪০ দিনের কাজে মোবাইলের মাধ্যমে দৈনিক ৪০০ টাকা করে পাবেন। অথচ টাকা পাওয়া তো দুরের কথা অধিকাংশ শ্রমিক জানেননা এই কর্মসূচির তালিকায় তাদের নাম আছে। এক প্রকার প্রতারণার মাধ্যমে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে সরকারি অনুদান দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিং সিমকার্ড গুলো ইউপি সদস্যরা ও চেয়ারম্যান হাতিয়ে নিয়েছে তাদের কাছ থেকে।
৪০ দিন কর্মসূচি তালিকায় নাম থাকা ১ নম্বর ওয়ার্ড তক্তা বুনিয়া গ্রামের শ্রমিক জাকির হোসেন বলেন, তালিকায় আমার নাম আছে। আমারে দিয়া কাজও করায়না মোবাইলের সিমকার্ডও দেয়না চেয়ারম্যান।
তালিকায় নাম থাকা ১ নং ওয়ার্ডের শ্রমিক ছাদ্দাম বলেন, ইউপি সদস্যর প্রতিনিধি বাবলু সরকারি অনুদান দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি ও একটা বিকাশ করা সিমকার্ড নিয়েছে। এখন শুনি ৪০ দিন কর্মসূচির কাজে আমার নাম আছে। আমারে দিয়ে কাজও করায় না আমার মোবাইলের সিম কার্ডও দেয় না।
তালিকা নাম থাকা একাধিক শ্রমিকরা বলেন, চেয়ারম্যান মিন্টু মল্লিকের প্রতিনিধিরা সরকারি অনুদান দেওয়ার কথা বলে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও একটি বিকাশ একাউন্ট করা সিম কার্ড নিয়েছে আমাদের কাছ থেকে। এখন পর্যন্ত আমরা কোন সরকারি অনুদানও পাইনায় এবং আমাদের সিম কার্ড গুলোও দেয় না। এখন আমরা বিভিন্ন লোকজনের কাছে শুনতে পেরেছি যে ৪০ দিন কর্মসূচির কাজের তালিকায় আমাদের নাম আছে।
এক নম্বর প্রকল্পের দায়িত্বে থাকা ইউপি সদস্য মতিউর রহমান জানান, মাত্র একদিন এস্কেভেটর দিয়ে কাজ করিয়েছি। বাকি কাজ শ্রমিক দিয়ে করিয়েছি। তালিকায় থাকা শ্রমিকদের দিয়ে কাজ না করানোর বিষয়ে তিনি অস্বীকার করেছেন।
৪০ দিন কর্মসূচির শ্রমিকের মোবাইল ব্যাংকিংয়ের সিমকার্ড আটকে রাখার বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান জানান, অন্যান্য উপজেলার কাজ সেগুলো দেখতে পারেন না। অনিয়ম কি শুধু আমতলীতে হয়। সিম আটকে না রাখলে তো শ্রমিকরা কাজ করবে না। তাই হয়তো চেয়ারম্যান সিমকার্ড আটক করে রেখেছে।
অভিযুক্ত চেয়ারম্যান মিন্টু মল্লিক বলেন, বর্তমান সময়ে শ্রমিকরা কাজ করতে চায়না। যারা আমার নামে অভিযোগ করেছেন তারা আমার নির্বাচনি প্রতিপক্ষ। সিমকার্ড আটকের বিষয়ে কোন কথা বলবো না। কোন কিছু জানার থাকলে ইউএনও সাহেবের সাথে যোগাযোগ করুন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, আমি তদন্ত করে দেখবো। অভিযোগের সত্যতা পাওয়া গেলে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।