চাঁপাইনবাবগঞ্জে পানি উন্নয়ন বোর্ড-পাউবো’র সহকারী রাজস্ব কর্মকর্তাকে মারধরের প্রতিবাদে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। এসময় পাউবো’র সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সোহেল রানার উপর হামলার দায়ে ঠিকাদার ও তার লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।
মানববন্ধনে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-আইডিইবি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সত্যজিৎ রায় বলেন, পাউবো কর্মকর্তা সোহেলা রানা সরকারের উন্নয়নকাজ করতে গিয়ে বাধা পেয়েছে। প্রকৌশলীরা মাঠে কাজ করতে যায়। আমরা নিরলসভাবে সরকারের উন্নয়নকাজ করে যায়। কিন্তু এই কাজে ঠিকাদার ও তাদের লোকজন বাধা দিয়েছে। এমনকি তাদের ইচ্ছেমতো কাজ না করায় বেধড়ক মারধর করেছে। এর সুষ্ঠ তদন্ত করে শাস্তি প্রদান করতে হবে।
হামলার ঘটনা বর্ণনা দিতে গিয়ে মানববন্ধনে পাউবো কর্মকর্তা সোহেলা রানা বলেন, গত ১৪ মার্চ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের সতেরো রশিয়া চামা গ্রামে পাগলা নদীর পানি উন্নয়ন বোর্ডের নিলামকৃত বালুর সীমানা ঠিকাদারকে বুঝিয়ে দিতে যায়। এসময় ঠিকাদার আকবর খান সোহেল ও মো. রনু সরকারি কাজে বাধা দেয়। এমনকি তাদের ইচ্ছেমতো কাজ করতে বিভিন্নভাবে চাপ প্রদান করে। তাদের সাথে আমার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আরও ৪-৫ জন লোক ডেকে লাঠিসোটা নিয়ে আমার উপর হামলা করে।
কাঁদতে কাঁদতে মানববন্ধনে তিনি আরও বলেন, হামলার পর আমাকে তারা সন্ধ্যা পর্যন্ত আটকে রাখে। পরে পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকতারা আমাকে উদ্ধার করে নিয়ে আসে। পরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয় এবং সেদিন রাতেই থানায় মামলা দায়ের করি। সরকারি কাজ করতে গিয়ে কেন লাঞ্চিত হব? তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সরকারি উন্নয়নকাজ করতে গিয়ে মার খাওয়ার পরেও কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না?
জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারের নিকট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানায়। আমাদের এখন থাকার কথা ছিল কাজের জায়গায়। কিন্তু আমরা এখন রাস্তায় দাড়িয়ে মানববন্ধন করছি। আর কোন ঠিকাদার যেন সরকারি কর্মকর্তার প্রতি এমন হামলা করতে না পারে সেই ব্যবস্থা করার দাবি জানায়। এর ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন করা হবে বলে হুশিয়ারী দেন তিনি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি খোরশেদ আলম, সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেদী খান। এসময় আরও উপস্থিত ছিলেন, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সাদেকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজন, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল শরীফসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রকৌশলীরা।
প্রসঙ্গত, একই জায়গায় দুপুর ১২ টায় দুই ঠিকাদার আকবর খান সোহেল ও মো. রনুর বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং পানি উন্নয়ন বোর্ডের দুই কর্মকর্তার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন আয়োজন করেছিল ঠিকাদাররা। তবে সিনিয়র ঠিকাদারদের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সাথে ঠিকাদারদের বিরোধের বিষয়টি সমাধান হয়ে গেছে জানিয়ে মানববন্ধন স্থগিত করা হয়।সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেন ঠিকাদার আকবর খান সোহেল।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. আরিফ সরকার মুঠোফোনে বলেন, এনিয়ে ঠিকাদারদের সাথে কোন সমাধান হয়নি। মিথ্যা তথ্য দিয়ে তারা গণমাধ্যমকে বিভ্রান্ত করছে। যাতে সংবাদটি প্রকাশ না হয়।