Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

র‌্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২১ মার্চ, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ
র‌্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুর প্রতিনিধি :

র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে। এসময় জব্দ করা হয়েছে একটি প্রাইভেট কার। সোমবার সাংবাদিকের কাছে পাঠানো র‌্যাবের এক সংবাদ বিকজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার চিরিরবন্দর এলাকায় অভিযান চালিয়ে আমতলী নাড়িয়া বাজার থেকে ৪৩০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আমিন ইসলামকে গ্রেফতার করে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানায় সে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সেরংপুরসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে থাকে। র‌্যাব-১৩ অপর একটি দল সোমবার সকালে গোপনসংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা থেকে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ এক প্রাইভেটকার জব্দ করে।, সে দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করে আসছে বলে জানান।
এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

শেয়ার