সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার চিরিরবন্দর এলাকায় অভিযান চালিয়ে আমতলী নাড়িয়া বাজার থেকে ৪৩০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আমিন ইসলামকে গ্রেফতার করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে জানায় সে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সেরংপুরসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে থাকে। র্যাব-১৩ অপর একটি দল সোমবার সকালে গোপনসংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা থেকে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ এক প্রাইভেটকার জব্দ করে।, সে দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করে আসছে বলে জানান।
এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।