বেসরকারি উন্নয়ন সংগঠন পরিত্রাণের উদ্যোগে উপজেলার প্রতাপপুর সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে ওই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে মজিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবাদাতা, সেবাগ্রহীতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে মুখোমুখী সংলাপে অংশ নেন।
উপজেলার প্রতাপপুর সার্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিত্যানন্দ দাসের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক কাজী ফারুক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, ওয়ার্ড’র নির্বাহী পরিচালক সৈয়দ আকমল ও প্রভাষক কানাই লাল ভট্টাচাযর্য। মুখোমুখী সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পরিত্রাণের প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম।