Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

কাল থেকে সিলেটে গণপরিবহন বন্ধ

২১ মার্চ, ২০২২ ৬:২১ অপরাহ্ণ
কাল থেকে সিলেটে গণপরিবহন বন্ধ
সিলেট প্রতিনিধি :

আগামীকাল মঙ্গলবার (২২ মার্চ) ভোর ৬টা থেকে সিলেটে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। ২০ মার্চের মধ্যে পূর্বঘোষিত ৪ দফা দাবি বাস্থবায়ন না হওয়ায় এই কর্মসূচির ডাক দেয় সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। গত শনিবার ইউনিয়নের এক জরুরি সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।

তবে এ বিষয়ে আজ সোমবার (২১ মার্চ) পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন সিলেট জেলা প্রশাসক মো. মজিবুর রহমান। বিষয়টি সোমবার বিকাল সাড়ে ৪টায় জানিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।

তিনি বলেন, এখন আমরা জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি সভায় রয়েছি। বৈঠক শেষে আমাদের সিদ্ধান্ত জানানো হবে।

পরিবহন শ্রমিকদের চারটি দাবি হচ্ছে- ১) সড়ক দুর্ঘটনাজনিত মামলায় ৩০৪ (খ) ধারায় চালককে জামিন প্রদান করতে হবে, ২) ড্রাইভিং লাইসেন্স নবায়নে ডোপ টেস্ট বাতিল করতে হবে, ৩) নুতন ও নবায়ন ড্রাইভিং লাইসেন্স দ্রুত সময়ে প্রদান করতে হবে, একই সাথে পুরাতন লাইসেন্স নবায়নের জন্য বন্ধ থাকা ফিঙ্গার নেয়া পুনরায় চালু করতে হবে এবং ৪) সরকারি খাস জমিতে গাড়ি পার্কিংয়ের স্থান প্রদান করতে হবে ও রং পার্কিং এবং রেকারিং মামলা বন্ধ করতে হবে।

আলী আকবর রাজন জানান, গত ২৬ ফেব্রুয়ারি এই দাবিগুলো বাস্তবায়নে সিলেটের কদমতলী টার্মিনাল এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে ৭০টি মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এছাড়া ৫ মার্চ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দফতরে ৪ দফা দাবিতে স্মারকলিপি দেন তারা। সেই স্মারকলিপিতে ২০ মার্চের মধ্যে তাদের দাবি বাস্থবায়ন না হলে ২১ মার্চ থেকে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছিলেন তারা।

শেয়ার