Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

দুর্বৃত্তদের আগুনে কলার বাগান ছাই

২১ মার্চ, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ
দুর্বৃত্তদের আগুনে কলার বাগান ছাই
পাবনা প্রতিনিধি :

পূর্ব শত্রুতার জের ধরে কেমিক্যাল ব্যবহার করে পাবনা সদর উপজেলায় প্রায় ৫০ বিঘা জমির কলার বাগান আগুন দিয়ে পুড়িয়ে ছাই করেছে দুর্বৃত্তরা। এতে ৪০ লাখ টাকার কলার গাছ নষ্ট হয়েছে।

রবিবার (২০ মার্চ) সকালে উপজেলার ভাড়ারা ইউনিয়নের ভাওডাঙ্গার পিরপুর চরের কৃষক মো. ইসলাম প্রামাণিকের (আলক সরদার) বাগানে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. ইসলাম জানান, রবিবার সকালে খবর পান কে বা কাহারা তার বাগানে আগুন দিয়েছে। এসময় তিনি লোকজন নিয়ে বাগানে ছুটে যান। ততক্ষণে বাগানে প্রায় ৫০ বিঘা জমির কলার গাছ পুড়ে ছাই হয়েছে।

তিনি বলেন, ‘আগামী রমজান মাসকে সামনে রেখে ১৫ লাখ টাকার ঋণ নিয়ে ১০০ বিঘা কলার আবাদ করেছিলাম। এরমধ্যে ৫০ বিঘা পুড়ে ছাই হলো। কলাগাছে থোড় আসা শুরু করেছিল। এখন আমার পথে বসা ছাড়া তার সামনে আর কিছুই নেই।’

অনেক ঋণ করে তিনি কলাগাছ লাগিয়েছিলেন। শত্রুতার কারণে ফসলের এমন ক্ষতি যারা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এবিষয়ে পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘এবিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। ক্ষতিগ্রস্থ কৃষক থানায় অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার