Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

শিক্ষা অফিসারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

২১ মার্চ, ২০২২ ৭:০৭ অপরাহ্ণ
শিক্ষা অফিসারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের শাল্লায় প্রাথমিক শিক্ষা অফিসার দীন মোহাম্মদের বিরুদ্ধে সাড়ে ৬লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ২১ মার্চ বেশ কয়েকজন অবঃপ্রাপ্ত শিক্ষক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীন মোহাম্মদের কাছে তাদের প্রায় সাড়ে ৬লাখ টাকা ফেরৎ চাইতে আসেন। এই টাকা পেনশন ভাতা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়েছেন বলে জানান তারা।

সাংবাদিকদের কাছে অবঃপ্রাপ্ত শিক্ষক সমরেন্দ্র সরকার, মানিক চন্দ্র দাস, আহল্লাদ চন্দ্র দাসসহ অন্যান্য শিক্ষকরা বলেন আমরা ৯জনের কাছ থেকে শিক্ষা অফিসার দীন মোহাম্মদ জনপ্রতি ৫০হাজার টাকা নিয়েছেন। সাড়ে ৪লাখ টাকা নিয়েছেন আমাদের পিটি নাই এই সুবাদে। এই সাড়ে ৪লাখ টাকা নিছে উপরের বাবদ। যেডা কইয়া নিছে, ইডা উপরে সে দিছে না আর তারে আমরা ৯জনে আরো ২০ হাজার কইরা ১লাখ ৮০ হাজার টাকা দিছি। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন ৯জন শিক্ষককের নিকট থেকে টাকা নেওয়ার বিষয়টি সত্য। তার আরো অনেক ঘটনা আছে। যা মাইক দিয়া কইতাম পারতাছি না। আরেক শিক্ষককে ২০১৯ সালের ১৮জুন শারীরিকভাবে লাঞ্ছিতও করেন ওই শিক্ষা কর্মকার্তা।

এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার দীন মোহাম্মদ বলেন তারা মিথ্যা কথা কইতাছে। তিনি বলেন আমার সামনে বলুক তারা। এসময় ওই শিক্ষকগণ তার সামনে উপস্থিত থাকলেও নিরবতা পালন করেন। সুধন খল্লি সপ্রাবি’র প্রধান শিক্ষক লিটন চন্দ্র তালুকদার এক চায়ের দোকানে বলেন ঘটনা সত্য। শিক্ষা অফিসার আমার কাছে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এসময় ওই চায়ের দোকানে শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, সহকারী অধ্যাপক তরুণ কান্তি দাস, বিজন কান্তি রায় ও ভুক্তভোগী অবঃপ্রাপ্ত শিক্ষক সমরেন্দ্র সরকার উপস্থিত ছিলেন। এবিষয়ে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকার্তা এস এম আব্দুর রহমান বলেন বিষয়টি আমার জানা নেই। তারা অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালে সহকারি শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন দীন মোহাম্মদ। এরপর মধ্যে কয়েক মাসের জন্য কয়েকজন শিক্ষা অফিসার দায়িত্বপালন করেন। কিন্তু শাল্লায় বেশিদিন দায়িত্বপালন করতে পারেননি তাঁরা। তবে অদৃশ্য শক্তির প্রভাবে দীর্ঘ ৮ বছর শাল্লায় দায়িত্বপালন করেন তিনি। অনেকের ধারণা এই দীর্ঘ সময় শাল্লায় থাকার ফলে নানা দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িয়ে পড়েন শিক্ষা কর্মকার্তা দীন মোহাম্মদ।

শেয়ার