Top
সর্বশেষ

বাস-অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রী নিহত

০৭ জানুয়ারি, ২০২১ ১২:২১ অপরাহ্ণ
বাস-অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রী নিহত

কক্সবাজারে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নাসরিন জাহান বৈশাখী নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।

বুধবার রাতে কক্সবাজারে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসরিন উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার প্রয়াত দলিলুর রহমানের মেয়ে। তিনি রামু সরকারি কলেজ থেকে বিএ পাস করেন।

স্থানীয়রা জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে স্বাধীন ট্রাভেলস পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাসরিন নিহত হন।

আহত তিন জনকে রামুর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, নাসরিন পড়ালেখার পাশাপাশি রামুর একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনায় প্রাণ হারান।

রামু হাইওয়ে থানার ইনচার্জ (আইসি) আনোয়ারুল ইসলাম জানান, পুলিশ বাসটিকে জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। নাসরিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার