Top
সর্বশেষ

অপহৃত স্কুল ছাত্রী ১৫ দিন পর উদ্ধার

০৭ জানুয়ারি, ২০২১ ২:১২ অপরাহ্ণ
অপহৃত স্কুল ছাত্রী ১৫ দিন পর উদ্ধার
ফেনী প্রতিনিধি :

ফেনীর সোনাগাজী উপজেলার চরসাহাভিকারী গ্রামের ইসরাত জাহান নাঈমা (১২) নামে এক অপহৃত স্কুল ছাত্রী অপহরনের ১৬তম দিনে উদ্ধার হয়েছে।

বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর বায়েজিদ থানাধীন চন্দনগর জেট আবাসিক এলাকা থেকে ৬ষ্ঠ শ্রেনীর ঐ ছাত্রী’কে উদ্ধার করেন সোনাগাজী মডেল থানা পুলিশ।

গত ২০ ডিসেম্বর সকালে স্কুলে এসাইনমেন্ট জমা দেওয়ার জন্য বাড়ি হইতে বের হয়ে ফেরৎ না আসায় তার মা ফাহিমা আক্তার সোনাগাজী থানায় একটি নিখোঁজ ডায়রী করেন।

উদ্ধারের পর ইসরাত জাহান নাঈমা জানায়, গত গত ২০ ডিসেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে চরদরবেশ ইউপির উত্তর চরসাহাভিকারী গ্রামের আব্দুস শহিদের ছেলে নুরুজ্জামান (২২) তাকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক অপহরণ করিয়া নিয়ে যায়।

সোনাগাজী মডেল থানা অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইল ট্রাক করে নিখোজ ছাত্রীর অবস্থান সনাক্ত করে তাকে উদ্ধার করা হয়। আসামীকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

শেয়ার