Top
সর্বশেষ

মুকসুদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

০৩ এপ্রিল, ২০২২ ৪:০০ অপরাহ্ণ
মুকসুদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের মুকসুদপুরে নওহাটা আব্দুর রহিম মোল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় প্রধান শিক্ষককে প্রায় ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

রবিবার (০৩ এপ্রিল) দুপুরে নওহাটা আব্দুর রহিম মোল্যা উচ্চ বিদ্যালয়ের এ ঘটনা ঘটে। শিক্ষার্থী তাহমিনা, তন্নী, রবিন খন্দকার ও শেখ রাসেল জানায়, করোনাকালীন সময়ের ২০২১ সালে এসএসসি পরিক্ষায় ১৫০ জন শিক্ষার্থীর নিকট থেকে ফরম পূরণের সময় মাথাপিছু ২২০০ থেকে ২৩০০ টাকা করে নেয়া হয়েছে। করোনার কারনে পরীক্ষা না হয়ে শিক্ষার্থীদের অটোপাস দেয়া হয়েছে। পরবর্তীতে শিক্ষার্থীদের ফরম পূরণের টাকা ফেরত দেয় সরকার।

কিন্তু নওহাটা আব্দুর রহিম মোল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী মিয়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাত্র মাথাপিছু মাত্র ৩০০ টাকা করে ফেরত দিতে চাইলে টাকা না নিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান শিক্ষকের নানা অনিয়ম দুর্ণীতির কথা তুলে ধরে তার পদত্যাগ দাবি করেন। এছাড়াও তাদের দাবি দাওয়া মেনে নেয়া না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা জানায়।

পরে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মিয়া ও মোচনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদ হোসেন মোল্যা শিক্ষার্থীদের দাবি দাওয়া মেনে নেয়া হবে বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা আন্দোলন তুলে নেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী মিয়া জানান, নিয়মিত অনিয়ম সব মিলিয়ে ১৮৬ জন শিক্ষার্থীর জন্য মোট ৫৩ হাজার টাকা আমরা বোর্ড থেকে পেয়েছি। সেই সকল শিক্ষার্থীদের মাঝে ৩০০ টাকা হারে ভাগ করে দিতে চাইলে তারা টাকা না নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। সরকারী নিয়ম অনুযায়ী তাদের দাবি দাওয়া মেনে নেয়া হবে।

 

শেয়ার