Top
সর্বশেষ

স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী আটক

০৭ জানুয়ারি, ২০২১ ৩:২৯ অপরাহ্ণ
স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে মোহাম্মদ মধু (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মোহাম্মদ মধু ওই এলাকার চৌধুরী পাড়া গ্রামের মৃত বজলুর রহামনের ছেলে। নিহতের নাম তানজিলা বেগম।

স্থানীয়রা জানান, তানজিলা ও তার স্বামী মধুর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো। মধু প্রায়ই ঘরে আটকে তার স্ত্রীকে মারধর করতেন। এরই জেরে বুধবার রাতে মধু তার স্ত্রীকে হত্যা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, দাম্পত্য কলহের জেরে ছুরি দিয়ে গলা কেট স্ত্রীকে হত্যা করে মধু। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে একটি ছুরিসহ মধুকে আটক করে এবং ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই জিয়ারুল ইসলাম বাদী হয়ে মধুকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার