Top
সর্বশেষ

দূর্ঘটনা এড়াতে মহাসড়কের উপর থেকে কাঁচাবাজার উচ্ছেদ

০৭ জানুয়ারি, ২০২১ ৭:২৪ অপরাহ্ণ
দূর্ঘটনা এড়াতে  মহাসড়কের উপর থেকে কাঁচাবাজার উচ্ছেদ
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া হাটের মহাসড়কের রাস্তার উপর কাঁচা বাজার উচ্ছেদ করেছে পুলিশ। বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লেখিত স্থানে সড়ক দূর্ঘটনা এড়াতে  বৃহস্প্রতিবার (৭ জানুয়ারি) বিকেলের দিকে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নূরনবী প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাসড়ক সংলগ্ন ওই রাস্তার উপর প্রায় ২ মাস ধরে কাঁচাবাজার বসছিল। তবে শীতকালীন সবজির বাজার জমজমাট হওয়ায় বড় ধরণের দূর্ঘটনার আশংকা ছিল।

এ বিষয়ে হাট কর্তৃপক্ষ একাধিকবার সতর্ক করলেও কোন ব্যবস্থা নেয়নি। অবশেষে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এই জীবন ঝুঁকি কাঁচাবাজার উচ্ছেদ করা হয়। এ সময় সার্জেন্ট আমিনুলসহ অনান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শেয়ার