সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৬৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৩৭ বারে ৮৭ হাজার ৮৮৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩০৮ বারে ৪ লাখ ৭৮ হাজার ৯৬৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৫৯ বারে ৩ হাজার ৪৭৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭০লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- পেপার প্রসেসিংয়ের ১.৯৯ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ, বিচ হ্যাচারির ১.৯৯ শতাংশ, সোনালী পেপারের ১.৯৯ শতাংশ, জেমিনি সী ফুডের ১.৯৮ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১.৯৮ শতাংশ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৯৮ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস