Top
সর্বশেষ

শ্যালক হত্যার অভিযোগে দুলাভাই আটক

০৮ জানুয়ারি, ২০২১ ১১:৩৮ পূর্বাহ্ণ
শ্যালক হত্যার অভিযোগে দুলাভাই আটক

নারায়ণগঞ্জে এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে মো. হাবিব উল্লাহ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মো. হাবিব উল্লাহ নিহত পোশাক শ্রমিকের দুলাভাই বলেও জানা গেছে।

ফতুল্লার মুসলিম নগরে নয়া বাজার এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম মো. সুমন। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার রমিসাবাদ গ্রামে। হাবিব ও সুমন দুজনই নয়া বাজারে একই বাড়িতে ভাড়া থাকতেন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ সাহা জানান, ওই দিন রাতে বাচ্চার খাবার দুধ নিয়ে বোন-ভগ্নিপতির মধ্যে ঝগড়া হয়। সুমন সে সময় সেখানে উপস্থিত হলে ভগ্নিপতির সঙ্গে তারও বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাবিব তার বুকে ছুরি দিয়ে আঘাত করেন।

প্রতিবেশীরা সুমনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

এসআই আরও জানান, রাত একটার দিকে হাবিবকে তার বাসা থেকে আটক করা হয়। রাজমিস্ত্রি হাবিবের বাড়ি কিশোরগঞ্জ সদরের সীমান্তনগর গ্রামে।

এই ঘটনায় সুমনের স্ত্রী ফতুল্লা থানায় হাবিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা করছেন।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার